ঢাকা | বঙ্গাব্দ

খুলনা - ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী আটক

  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 145457 জন
খুলনা - ৪ আসনের সাবেক সংসদ সদস্য  আব্দুস সালাম মুর্শিদী আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা–৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 



 আজ( ০১ অক্টোবর) রোজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বার্তায় নিশ্চিত করেছে র‍্যাব। 


এ বার্তায় বলা হয়েছে যে, গত ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করছে র‍্যাব । 


গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের  মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ আভাস পাওয়ার পূর্ব মুহূর্ত থেকে  আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের অনেকেই  আত্মগোপনে ছিলেন । 


গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের পরে ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানে শতাধিক হত্যা মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রী মহোদয় ও সংসদ সদস্য সহ দলীয় নেতা কর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা দায়ের হয়েছে। 


এসব মামলার পরিপ্রেক্ষিতে খুলনা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য  আব্দুস সালাম মুর্শিদের নামে ২০২২ সালের খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমন হত্যার অভিযোগে মামলায় তিনি আটক হয়েছেন বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন