খুলনা–৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ( ০১ অক্টোবর) রোজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বার্তায় নিশ্চিত করেছে র্যাব।
এ বার্তায় বলা হয়েছে যে, গত ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করছে র্যাব ।
গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ আভাস পাওয়ার পূর্ব মুহূর্ত থেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের অনেকেই আত্মগোপনে ছিলেন ।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের পরে ক্ষমতার পট পরিবর্তনের পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানে শতাধিক হত্যা মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রী মহোদয় ও সংসদ সদস্য সহ দলীয় নেতা কর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা দায়ের হয়েছে।
এসব মামলার পরিপ্রেক্ষিতে খুলনা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদের নামে ২০২২ সালের খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমন হত্যার অভিযোগে মামলায় তিনি আটক হয়েছেন বলে জানা গেছে।