ঢাকা | বঙ্গাব্দ

সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া ঢাকায় আটক

  • আপলোড তারিখঃ 12-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100508 জন
সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া ঢাকায় আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ব্রাহ্মনকচুরি গ্রামের গীতা রানী বর্মন এর বাড়িতে আক্রমন ও লুটের ঘটনায় কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ২, সিপিসি- ৩। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায়  রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।


র‌্যাবের গণমাধ্যম শাখার অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন-গত ০৫ আগস্ট বিকালে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুস্কৃতিকারী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ব্রাহ্মনকচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয় কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মন (৬৫) বাড়িতে আক্রমন করে।


অত:পর বাড়িঘর ভাংচুর করে ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করতঃ বাড়ির আলমারী ও সুকেস ভাংচুর করিয়া নগদ ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করিয়া বাড়িটি দখল করিয়া নেয়। ইদ্রিস মিয়া ও তার অনুসারীদের হুমকিতে ভিকটিমের পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র পালাইয়া জীবন যাপন করছে। 


আটককৃত মো. ইদ্রিস মিয়ার বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় গীতা রানী বর্মন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাব।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন