ঢাকা | বঙ্গাব্দ

পাইকগাছায় বিভিন্ন এলাকা থেকে সাজা প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।

  • আপলোড তারিখঃ 10-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 69710 জন
পাইকগাছায় বিভিন্ন এলাকা থেকে  সাজা প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত  আসামি গ্রেফতার। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত একজন এবং পরোয়ানাভুক্ত’র চারজন আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ( ১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


 পাইকগাছা থানা সূত্রে জানা যায় সোমবার রাতে থানা এএসআই গোপাল ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের সিলমানপুর গ্রামের মৃত মোহর আলী সরদারের ছেলে মো. জয়নাল সরদারকে সি আর মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায়  তাকে আটক করা হয়।


এছাড়াও উপজেলার উত্তর শলুয়া গ্রামের আবু হোসেন মল্লিকের ছেলে সাকিব আহমেদ মল্লিক ও হরিঢালী ইউনিয়নের জিন্নাত গাজীর ছেলে রাজ্জাক গাজী, লতা ইউনিয়নের হানিয়া গ্রামের অহেদ আলী সরদারের ছেলে মোঃ কুদ্দুস সরদার ও চাঁদখালীর গজালিয়া গ্রামের মো. শাহাজাহান গাজীর ছেলে মো. আমিরুল গাজীকে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করেছে থানা পুলিশ।


এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সবজেল হোসেন জানান, আটক সকল আসামিদের আজ মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন