ঢাকা | বঙ্গাব্দ

চলাচলের পথ বন্ধ করে দোকান পাট নির্মাণ নান্দাইলে সরকারী জায়গা দখল করে দোকান নির্মাণ, জনমনে ক্ষোভ

  • আপলোড তারিখঃ 19-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 201533 জন
চলাচলের পথ বন্ধ করে দোকান পাট নির্মাণ নান্দাইলে সরকারী জায়গা দখল করে দোকান নির্মাণ, জনমনে ক্ষোভ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তার কেন্দুয়া মোড়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করে চৌরাস্তা কাচাঁ মালের আড়ৎ এর যোগাযোগের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে আওয়ামীলীগ নেতা আবুল বাশার ও তার সহযোগিরা ফলে জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। 


সরজমিনে এলাকাবাসী ও উক্ত কাচাঁ বাজারের আড়ৎ এ আগত ক্রেতা-বিক্রেতারা জানান, সুদীর্ঘ ৩৫/৩৬ বছর যাবত কাচাঁ বাজারে আগত ক্রেতা-বিক্রেতা ও জনগনের যাতায়াতের সুবিধার্থে বারুইগ্রামের মৃত গিয়াস উদ্দিন আহম্মেদ সড়ক ও জনপথের কেন্দুয়া রোডের পাশ থেকে তাঁর দলিলমূলে দখলীয় জায়গা দিয়ে কাচাঁ বাজারে চলাচলের জন্য জনস্বার্থে একটি রাস্তা করে দেন। রাস্তাটি দিয়ে চৌরাস্তা কাচাঁ বাজারে ক্রেতা-বিক্রেতা ও লোকজন অনায়াসে চলাচল করে আসছিল। কিন্তু ব্যক্তিস্বার্থে বারুইগ্রামের ফারুক আহম্মেদ ও তার পুত্র মাহমুদুল হাসান অলি ও ৪নং চন্ডীপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার দলীয় প্রভাব কাটিয়ে সড়ক ও জনপথের উক্ত স্থানে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।


এদিকে উক্ত অবৈধ দখলদারদেরকে সাম্প্রতিককালে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ নান্দাইল উপজেলা প্রশাসনের সহায়তায় তাদের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে দেয়। পরবর্তী সময়ে উক্ত ব্যক্তিরা উচ্ছেদকৃত স্থানে সম্প্রতি রাতের আধারে আবারও দোকান পাট নির্মাণ করে জনগনের চলাচলের পথটি বন্ধ করে দিয়ে উক্ত নির্মিত দোকানপাটের পিছনে সড়ক ও জনপথের জায়গা সহ বাজারে চলাচলের রাস্তাটি বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করার পায়তারা করে আসছে।


জরুরী ভিত্তিতে স্থানীয় প্রশাসন সহ কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া সহ জনগনের চলাচলের রাস্তাটি খুলে দেওয়ার জন্য এলাকাবাসী সহ সুধী মহল জোরদাবী জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন