ঢাকা | বঙ্গাব্দ

মানিকগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 143305 জন
মানিকগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।  


৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সহকারী শিক্ষকেরা।


প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিভাগে সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন ১০ম গ্রেড প্রদান করলে সহ.শি. এক পয়সাও লাভ হবে না বরং লাভবান হবে এই দেশ এবং জাতি।


কঠোর পরিশ্রম করেও তারা তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন যা ১০ম গ্রেডে উন্নীত করণ সময়ের দাবিতে পরিণত হয়েছে তাই ১৩তম গ্রেড পরিবর্তন করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকেরা এসময় ৭টি উপজেলা থেকে অসংখ্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন