ঢাকা | বঙ্গাব্দ

সড়ক সংস্কারের উদ্যোগ নিল এনএনকে ফাউন্ডেশন

  • আপলোড তারিখঃ 11-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 237564 জন
সড়ক সংস্কারের উদ্যোগ নিল এনএনকে ফাউন্ডেশন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপেজলায় বৃষ্টিতে ধসে গেছে জনগুরুত্বপূর্ণ কোর্ট কাম আমান উল্লাহ সড়কের  বেতাগী কমিউনিটি সেন্টার অংশ। এই অংশে অন্তত ১০০ ফুট অংশে ফাটল ধরে যায় এবং পাশের খালে পড়ে গিয়ে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয় এছাড়া ঝুঁকিপূর্ণ এই অংশের উপর দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার উপক্রম হয়। 


তবে ধসে যাওয়া সড়ক সংস্কার করার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এরশাদ মাহমুদের মাধ্যমে তিন লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ চলায় স্বস্তী প্রকাশ করেন স্থানীয়রা টিকাদার নিয়োগের মাধ্যমে বাস্তবায়নাধীন কাজটি তদারকি করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। 


জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী থেকে বেতাগী ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম কোর্ট কাম আমান উল্লাহ সড়ক। বৃষ্টিতে সড়কের গুণগুণিয়া বেতাগী কমিউনিটি সেন্টার এলাকায় অন্তত ১০০ ফুট অংশ ব্যাপক ফাটল দেখা দেয় এবং ধসে গিয়ে খালে পড়ে যাওয়ার উপক্রম হয়। এতে যানবাহন ও জন চলাচল অনেকটা বন্ধ হয়ে যাচ্ছিলো পরে স্থানীয় জনপ্রতিনিধি জরুরী সংস্কারে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন কিন্তু সরকারিভাবে সংস্কার কার্যক্রম সময়সাপেক্ষ। তাই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অবহিত হয়ে তিন লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কের পাশে খালের পাড়ে টেকসই গাইডওয়াল দিয়ে সড়কের ধসে যাওয়া অংশ সংস্কার কার্যক্রম শুরু করা হয়।


এই ব্যাপারে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, "সড়কটির এই অংশটি বৃষ্টিতে ধসে যাওয়ায় হাজার হাজার মানুষের যানবাহন নিয়ে চলাচল বন্ধের মুখে পড়েছিলো। তাৎক্ষণিক বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলমকে জানালে তিনি সরেজমিনে এসে দেখে যান। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করা হয়৷ কিন্তু সরকারি এসব দপ্তর থেকে সংস্কার কাজ সময় সাপেক্ষ বলে জানান। পরে এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ মহোদয়কে বিষয়টি জানালে তিনি নিজ উদ্যোগে ধসে যাওয়া সড়ক প্রয়োজনীয় গাইডওয়াল দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন। এতে হাজার হাজার মানুষের চলাচলের সড়কটি রক্ষা পাচ্ছে।


এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ বলেন,দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। অসহায়দের ঈদ-পূজা ও দুর্যোগে নিয়মিত ত্রাণ সহায়তা, আশ্রয়হীনদের ঘর বেঁধে দেয়া স্বাবলম্বী করতে রিক্সা-টেক্সি, পাউয়ার টিলার কিনে দেয়া ইত্যাদি উল্লেখযোগ্য এর অংশ হিসেবে বৃষ্টিতে ধসে যাওয়া সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে এই কার্যক্রম চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন