ভোলায় ভোলা সদর উপজেলার শিবপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে৫০ হাজার গলদা রেণু সহ রাশেদ নামে ১ জনকে আটক করেছে ভোলা সদর থানা পুলিশের একটি টিম।
১ লা জুলাই সোমবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ভোলা সদর মডেল থানার এসআই মহিউদ্দিন জুয়েলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পরে ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত রাশেদ কে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং গলদা চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করেন।
উল্লেখ্য যে গত ২৭ জুন ভোলায় অবাধে গলদা চিংড়ির রেণু নিধন শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ওই দিন রাত থেকেই একের পর এক অভিযান পরিচালনা করছে প্রশাসন।
তারই ধারাবাহিকতা সোমবার পহেলা জুলাই অভিযান পরিচালিত হয়েছে।