ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কৃতি ফুটবলার হিরোক জোয়ার্দ্দারের মৃত্যু

  • আপলোড তারিখঃ 29-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 280724 জন
মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কৃতি ফুটবলার হিরোক জোয়ার্দ্দারের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সোমবার (২৯ এপ্রিল ) ভোর ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মিরপুর পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক  কৃতি ফুটবলার হীরক জোয়ার্দ্দার মৃত্যুবরণ করেছেন।


জানা যায় নিজ বাসভবনে ভোর ৪ টার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তার স্বজনেরা তাড়াহুড়া করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত হীরক জোয়ার্দ্দার মিরপুর পৌরসভার ০১নং ওয়ার্ড সুলতানপুর  মহল্লার মৃত আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে, ও মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দারে ছোট ভাই।


নিহত হীরক জোয়ার্দ্দারের অকাল মৃত্যুতে কুষ্টিয়া ০২ আসনের (মিরপুর, ভেড়ামারা) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরিফিন   গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও মিরপুর প্রেসক্লাব এমপিসির পক্ষ থেকেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আস্থা (০৭) আরিশা (০৫) নামে দুটি কন্যা সন্তান রেখে গেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন