ঢাকা | বঙ্গাব্দ

নকল প্রশাসনের ফেইসবুক পেজ খুলে ধরা পড়লেন দিনাজপুর জেলা পুলিশ হাতে

  • আপলোড তারিখঃ 01-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 244480 জন
নকল  প্রশাসনের  ফেইসবুক  পেজ  খুলে  ধরা পড়লেন  দিনাজপুর  জেলা  পুলিশ  হাতে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুর  জেলা  পুলিশের  ছবি  ও  নাম  ব্যবহার  করে  ভুয়া  পেজ   তৈরি  করে ,এতিমখানা, মাদ্রাসা, মসজিদ  ও  ইত্যাদি আর্থিক  সহযোগিতার  নাম  করে  মানুষের  কাছে টাকা  আদায়  করত।


প্রতারণার  অভিযোগে,  রবিউল  ইসলাম  রবিকে গ্রেফতার  করেন  দিনাজপুর  জেলা পুলিশ পাশাপাশি  (প্রতারকের)  মোবাইল  ফোন জব্দ  করে  বিভিন্ন  স্থানের,  বিভিন্ন  নামে  ও  বিভিন্ন  ছবি  দিয়ে  ফেসবুক  পেজ  তৈরি  করে।


সেসব  পেজের  সাহায্যে  মানুষের  সঙ্গে  প্রতারণা করেন  তিনি । অবশেষে  প্রতারণা  শিকার  হয়ে একজন  দিনাজপুর  জেলা  পুলিশকে  এসকল  বিষয়গুলো  জানানোর  পর  দিনাজপুর  জেলা  পুলিশ  প্রতারককে  আটক  করে । প্রতারকের,   নাম  রবিউল  ইসলাম  রবি


ছবি তুলেছেন, মোহাম্মদ রাকিব ইসলাম।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন