মো: মিলন ইসলাম, দিনাজপুর সদর প্রতিনিধি:।।
দিনাজপুর জেলা পুলিশের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া পেজ তৈরি করে ,এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও ইত্যাদি আর্থিক সহযোগিতার নাম করে মানুষের কাছে টাকা আদায় করত।
প্রতারণার অভিযোগে, রবিউল ইসলাম রবিকে গ্রেফতার করেন দিনাজপুর জেলা পুলিশ পাশাপাশি (প্রতারকের) মোবাইল ফোন জব্দ করে বিভিন্ন স্থানের, বিভিন্ন নামে ও বিভিন্ন ছবি দিয়ে ফেসবুক পেজ তৈরি করে।
সেসব পেজের সাহায্যে মানুষের সঙ্গে প্রতারণা করেন তিনি । অবশেষে প্রতারণা শিকার হয়ে একজন দিনাজপুর জেলা পুলিশকে এসকল বিষয়গুলো জানানোর পর দিনাজপুর জেলা পুলিশ প্রতারককে আটক করে । প্রতারকের, নাম রবিউল ইসলাম রবি
ছবি তুলেছেন, মোহাম্মদ রাকিব ইসলাম।