আজ ৩০ নভেম্বর শনিবার দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মুনিব বিন ইউসুফ আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে, শান্তি ও মুসলিম উম্মাহর মুক্তির প্রার্থনা করে আখেরি মোনাজাতে শেষ হলো রংপুরের তিন দিনব্যাপী জেলা ইজতেমা এসময়, মহান আল্লাহর কাছে নিজেদের পাপ মুক্তিসহ বিশ্ব মুসলিমের মঙ্গল ও নির্যাতিত ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে প্রার্থনায় অংশ নেন প্রায় লাখ মুসল্লি।
এর আগে, ফজরের নামাজের পর বয়ান শুরু হয়। পরে খাবারের বিরতি ও হেদায়েতি বয়ান হয়। এ বছর রংপুর নগরীর ২৩নং ওয়ার্ডের আমাশু কুকরুল রোডস্থ নিউ জুম্মাপাড়া ঈদগাহ মাঠে তিন দিনব্যাপী এ ইজতেমার আয়োজন করা হয়েছিল।
আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই রংপুর জেলাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমাস্থলে পৌঁছান এবং রাত্রী যাপন করেন।