ঢাকা | বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের নির্বাচন-২০২৪ সভাপতি মোঃ আখতারুজ্জামান ও সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম

  • আপলোড তারিখঃ 07-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 75282 জন
ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের নির্বাচন-২০২৪ সভাপতি মোঃ আখতারুজ্জামান ও সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃ আখতারুজ্জামান আখতার 

(দৈনিক যুগান্তর ও চ্যানেল আই) সভাপতি এবং 

মোঃ জহুরুল ইসলাম (কালবেলা ) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


শুক্রবার  (০৬ ডিসেম্বর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটারগনেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে গণনা করা হয় রাত ৮ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। 


নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, 

সহ-সভাপতি কবি  ছিফাত রহমান সনম 

(দৈনিক ইছামতি) ও 

এসএম আলাউদ্দিন (দৈনিক নয়া দিগন্ত)। 


সম্পাদক পদে জহুরুল ইসলাম (কালবেলা), 

যুগ্ম-সম্পাদক পদে মোখলেছুর রহমান খান বিপ্লব

 (দৈনিক ইছামতি), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ (আরটিভি), ক্রীড়া সম্পাদক পদে 

ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি),

 কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার 

(যমুনা টেলিভিশন)‌।


নির্বাহী সদস্য পদে মোঃ আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (আজকের ইতিহাস),

 রফিকুল ইসলাম সুইট (বাসস), 

শাহীন রহমান (চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা), 

জিকে সাদী, আরিফ আহমেদ সিদ্দিকী (যায়যায়দিন), সুশীল কুমার তরফদার ও মিজানুর‌ রহমান

 (বৈশাখী টেলিভিশন)।


পাবনা প্রেসক্লাবের মোট ৬২ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 


প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান।

 নির্বাচন কমিশনার ছিলেন 

অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল ও 

অধ্যাপক জহুরুল ইসলাম।


নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট গীতিকার ও পরিবেশ মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ ও পাবনা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন