ঢাকা | বঙ্গাব্দ

হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রতিনিধির নাম :মনপুরা (ভোলা) প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1340 জন
হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ভোলার মনপুরায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

মঙ্গলবার(০৮ এপ্রিল) সকাল ১১ টায় হাজীর হাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান মিলন মাতাব্বর, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহবুব আলম শাহীন,সমবায় কর্মকর্তা ও প্রশাসক ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন মোঃ নাসিরউদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশল ও ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন প্রশাসক মোঃ আশরাফ হোসেন, অধ্যাপক হুমায়ুন কবির এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সম্পাদক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও অভিভাবকরা ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক সকল শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন, সফলতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে আশার প্রত্যায় ব্যক্ত করেন।
উল্লেখ্য: আগামী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

নিউজটি পোস্ট করেছেন : ডেস্ক নিউজ স্বাধীন ৭১:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন ভেঙেছিল ক্যাটরিনা-রণবীরের পাঁচ বছরের প্রেম

কেন ভেঙেছিল ক্যাটরিনা-রণবীরের পাঁচ বছরের প্রেম