কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। প্রান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার, ৬ এপ্রিল সকালে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কে বাসের সাথে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এ প্রাণহানীর ঘটনা ঘটে।
নিহত প্রান্ত চন্দ্র বর্মন (২০) নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কে একটি বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়।
এতে পিকআপভ্যানে থাকা প্রান্ত চন্দ্র বর্মন (২০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে নিহত প্রান্তের পরিবারের লোজন সেখানে গিয়ে প্রান্ত চন্দ্র বর্মনের মরদেহ শনাক্ত করে।
পুলিশ মরদেহ উদ্ধার করে কটিয়াদী মডেল থানায় নিয়ে যায়।
কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুর রহমান সাংবাদিক দের বিষয়টি নিশ্চিত করেছেন।