ঢাকা | বঙ্গাব্দ

মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় শিকার পুলিশ সদস্য

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1223 জন
মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় শিকার পুলিশ সদস্য ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

বগুড়া শহরের কালিতলা মোড়ে গতকাল মঙ্গলবার রাতে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। 

বগুড়ায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নিতে যাওয়া দুই পুলিশ সদস্য দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কালীতলা মোড়ে হামলার এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন বগুড়া শহরের ফুলবাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল শহরের কালীতলা এলাকায় যায়। সেখানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অজ্ঞাত এক পুরুষ ও নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা।

আলমাস আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল হেফাজতে নেওয়ার চেষ্টা করলে আহত ব্যক্তিদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হন। তাঁরা দুই পুলিশ সদস্যকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সেখান থেকে নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, আহত দুই পুলিশ সদস্য আশঙ্কামুক্ত আছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : মোস্তফা আল মাসুদ

কমেন্ট বক্স
বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম ব

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম ব