ঢাকা | বঙ্গাব্দ

হকারদের শৃংখলায় আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 4149 জন
হকারদের শৃংখলায় আসতে হবে: মেয়র ডা. শাহাদাত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

সোমবার (২৮ এপ্রিল) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে হকার নেতৃবৃন্দের সাথে সভায় মেয়র বলেন, আগ্রাবাদ আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা। এখানে ৫টার আগে হকাররা বসতে পারবেন না। রাস্তায় যত্রতত্র চৌকি বসানো যাবেনা। নিউ মার্কেটে দুপুর ৩টার পর বসবেন। নগরীতে যত্রতত্র হকাররা বসতে পারবেন না। আমি যেভাবে নিয়ম করে দিয়েছি সেভাবে ব্যবসা করেন। হকারদের ব্যবসা করার স্থান নির্ধারণের জন্য আমি জায়গা খুঁজছি।  আমরা প্রয়োজনে হকারদের তালিকা করব। ফ্লাইওভারের নীচে পে-মার্কেট মডলে হকারদের ব্যবসা করার জন্য বিবেচনা করা হচ্ছে। 

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি'র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক এ এম নাজিম উদ্দিন,  কাজী নুরুল্লা বাহার, শ ম জামাল উদ্দিন, তাহের আহমদ, মো. আনোয়ার, মো. দুলাল, মো. বাতেন, মো জসিম প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনপুরায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে ৮ জন গুরুতর আহত

মনপুরায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে ৮ জন গুরুতর আহত