ঢাকা | বঙ্গাব্দ

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিঠি

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1516 জন
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিঠি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সঙ্গে পাওয়া যায় চিঠি এবং চিরকুট। এবার পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখার মনবাসনা জানিয়েছে এক ব্যক্তি।

সেখানে নাম পরিচয়হীন অজ্ঞাত এক ব্যক্তির দেওয়া চিরকুটে লেখা- ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই- সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় ৯টি লোহার দানবাক্স ও ২টি ট্যাঙ্ক থেকে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এখনো গণনার কাজ চলছে। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি দল।

এবার ৪ মাস ১২ দিন পর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর প্রায় ৪০০ জনের একটি দল ১০ ঘণ্টা গণনা শেষে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া যায়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান সাংবাদিক দের বলেন, আপনারা জানেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদটি ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি জায়গা। সব ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। তাদের দানের অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স করা হবে। যেখানে এক সঙ্গে ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন।

নিউজটি পোস্ট করেছেন : নিজাম উদ্দীন

কমেন্ট বক্স
ফুলবাড়ীতে ইস্কাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ীতে ইস্কাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার