ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক শাহজালাল বিমানবন্দরে মোবাইল চোর আটক

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1052 জন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক শাহজালাল বিমানবন্দরে মোবাইল চোর আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহুতল কার পার্কিং এ  অবস্থিত যাত্রী বিশ্রামাগার  হতে   সিঙ্গাপুর গামী প্রবাসীর চুরি হওয়া মোবাইল উদ্ধার করলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ।


আজ ২রা মে ২০২৫ ইং রোজ শুক্রবার আনুমানিক ভোর ৪:৪০ মিনিট  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিং আনসার ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনীর শিফট ইনচার্জ আব্দুর রউফ  টহলদল কে সাথে নিয়ে  নিয়মিত টহল পরিচালনা করার সময় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিঙ্গাপুর গামী যাত্রী মোঃ আজাদ মিয়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া জানান   "আমার ফ্লাইট ০২/০৫/২৫ ইং সকাল ৮:৪০ মিনিট এ কিন্তু আমি এয়ারপোর্টে আসি ০১/০৫/২৫ ইং আনুমানিক রাত ১১ টায়" ফ্লাইট দেরি হওয়ার কারণে আমি বহুতল কার পার্কিংয়ে অবস্থিত যাত্রী বিশ্রামাগারে যাই।

মোবাইলে (আইফোন ফরটিন প্রো-ম্যাক্স) চার্জ না থাকার কারণে প্রবাসী লাউঞ্জ এ থাকা বিদ্যুৎ বোর্ডে চার্জিং এ লাগিয়ে মোবাইলটি ব্যাগের ভিতর রাখি।এক সময় আমার চোখে হালকা ঘুম ঘুম ভাব আসে। আমার সঙ্গে থাকা সহযাত্রী আমার ভাই ও ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেলে দেখতে পাই একজন লোক চার্জিং বোর্ড হইতে আমার মোবাইল খুলে নিয়ে দৌড়ে পালাচ্ছে।

এ সময় চিৎকার চেঁচামেচি শুরু করলে সেখানে কর্তব্যরত আনসার সদস্যগণ দৌড়ে গিয়ে উক্ত চোরকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে শিফট ইনচার্জ প্লাটুন কমান্ডার আব্দুর রউফ এর সাথে কথা বলে জানা গেছে মোবাইলটি মালিকে ফেরত দিয়ে মোবাইল চোর , আলমগীর হোসেন, গ্রাম-তেলেগাতা,থানা-আটপাড়া,জেলা নেত্রকোনা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত চোরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জের পাগলা মসজিদ  ইসলামিক কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জের পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি