হুশিয়ার,,,,,
সাবধান,,
তুমি যেই হোক না কেন
তোমায় করি মোর' হুশিয়ার,
ক্ষমতায় এসে প্রাত্তন শাসকের মতো
হয়োনা তুমি স্বৈরাচার।
জানি নাকো মোর
আদো স্বরণে আছে কিনা তোমার জুলাইয়ের সেই করুন গাথা,
তবে তোমায় আবার স্বরণ করে দিই
জুলাই-২৪ এর এক ভয়ানক বার্তা।
১৬ বছরের দৈত্য শাসককে
যদি ঠেকাতে পারি
তবে তোমায় কেন পারিবনা,
"সেই শাসকের মতো আমায় ঠেকানো সহজ নয়,,
এই কথা কখনো বলিওনা।
আবারও
করি মোর তোমায় হুশিয়ার,
প্রাত্তন শাসকের মতো
হয়োনা তুমি স্বৈরাচার।