ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুর ও মনোহরদীতে ভয়াবহ অগ্নিকান্ড

  • প্রতিনিধির নাম :আবুনাঈম রিপন নরসিংদী প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1097 জন
নরসিংদীর শিবপুর ও মনোহরদীতে ভয়াবহ অগ্নিকান্ড ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নরসিংদীতে পৃথক দুটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার(১৬ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবী অগ্নিকান্ডে ২২টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে পরে তা মুহুর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ১ ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এসময়ে বাজারের ১০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়।

এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলবী বাজারে দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। উভয় বাজারে অগ্নিকান্ডের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিট থেকে হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিসের।

শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে শিমুলিয়া বাজারে অগ্নিকান্ডের খবর পাই। সাথে সাথে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ১০টি দোকান পুড়ে গেছে।

প্রথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে মৌলবী বাজারে অগ্নিকান্ডের খবর শোনে দ্রুত আমাদের ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ১২ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুণের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জে ধান কাটার উৎসব

কিশোরগঞ্জে ধান কাটার উৎসব