ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

  • প্রতিনিধির নাম :কুড়িগ্রাম প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 2170 জন
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ১৬১ বোতল মদ, ১৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ও ৯০০ পিস ওষুধ অ্যামলোডিপাইন ট্যালেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড় ১টার দিকে ও সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে এসব মাদক ও যৌন উত্তেজক ট্যাবলেট এবং ওষুধ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ মে) দুপরে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায়  দিবাগত রাত দেড় ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৬-৭-টি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর বারবান্দা সীমান্ত এলাকায় অভিযান চালায় ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৪২ বোতল ও ভারতীয় বিয়ার ১৯ বোতল আটক করা হয়। ওই দিন একই সময়ে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৩-এমপি থেকে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে সাহেবের আলগা বিওপির বিজিবি সদসরা।

অন্য দিকে বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭ দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭০-২-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলগারচর সীমান্তা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ওষুধ অ্যামলোডিপাইন ট্যালেট আইপি-২.৫ মিলিগ্রাম ৯০০ পিস জব্দ করে খেয়ারচর বিওপির বিজিবি সদস্যরা।
জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়নে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহত দুই নিহত এক

পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে আহত দুই নিহত এক