ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

  • প্রতিনিধির নাম :ডেস্ক নিউজঃ | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 12008 জন
লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

রোববার (২০ এপ্রিল) ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে সোমবার (২১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতে হাজির করা হলে আদালত জামিন নামুঞ্জর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুল্লাহ টাইফুন এবং ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইবনে ওহাব মুরাদ।

থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের একটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মামলায় ইবনে ওহাব মুরাদকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, গত বছরের ১৮ জুলাই স্থানীয় সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুল্লাহ টাইফুনকে আটক করা হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, দুটি পৃথক মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এক অভিযানেই ভারতে হাজা

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এক অভিযানেই ভারতে হাজা