ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : May 2, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 4641 জন
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728
“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি”

এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ ও কবিরাজহাট খাদ্য গুদামের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান'২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৮ এপ্রিল'২০২৫ সকাল সাড়ে ১০ টায় উপজেলার কবিরাজহাট খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সংগ্রহ অভিযান কমিটি সভাপতি তানভীর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান,  কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা বীরগঞ্জ খাদ্য গুদাম মাহামুদুল হাসান, কবিরাজহাট নাজমুল হুদা, এসআই চন্দ্র শেখর মহন্ত, বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সহ-সভাপতি রনজিৎ সরকার রাজ  বিকাশ ঘোষ, সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জি, ফেরদৌস ওয়াহিদ সবুজসহ অন্যরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজার রহমান বলেন, 'সরকার বীরগঞ্জ ও কবিরাজহাট খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি দরে ১০ হাজার ৭৯ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে ৩ হাজার ৩শ' ৬৬ টন সংগ্রহ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়রায় ঠিকাদার পলাতক ,ভোগান্তিতে এলাকাবাসি

কয়রায় ঠিকাদার পলাতক ,ভোগান্তিতে এলাকাবাসি