ঢাকা ০২:১৮:০৫ পিএম | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নৈতিক জীবনগঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 21, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 25200 জন
শিক্ষার্থীদের নৈতিক জীবনগঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টিপাত করলেই হবে না, বরং তাদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শিক্ষার্থীদের চারিত্রিক গঠনেও শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।”

মেয়র ডা. শাহাদাত হোসেন বুধবার  কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে মেয়র আরও বলেন, “আমরা চাই, সিটি কর্পোরেশনের আওতাধীন শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করুক তা নয়, তারা যেন সুস্থ চিন্তা-চেতনায় গড়ে ওঠে এবং সমাজে গঠনমূলক ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, “কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হলে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপস্থিতির সঠিক কারণ অনুসন্ধান করাও এই উদ্যোগের অংশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ডা. এস,এম সরোয়ার আলম, সাবেক অধ্যক্ষ ইফতেখার আলম, অধ্যক্ষ মনজুরুল হক চৌধুরী, অধ্যাপক সুধীর বিকাশ দে,অধ্যক্ষ রুমা বড়ুয়া, মোঃ রমজু মিয়া, মনজুরুল আলম ও জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে

কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে