দিনাজপুরের বীরগঞ্জে দূরপাল্লার শ্যামলী পরিবহন কোচের ধাক্কায় ব্যাটারি চালিত অটো চালক মোস্তফা (৫০) নিহত হয়েছে।
এ ঘটনায় দক্ষিণ সুজালপুর গ্রামের সোহেল রানার ছেলে মুন্না (১৭) নামে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ প্রেসক্লাবের পাশে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটো চালক উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শিরা জানান ঢাকা মেট্রো-গ- ১৫-১৭৫৯ নম্বর শ্যামলী পরিবহন কোচটি বিপরীত থেকে অটোরিক্সায় ধাক্কা দিলে চালক মোস্তফা ও যাত্রী মুন্না রাস্তায় মুমুর্ষ অবস্থায় লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যায়। ঐ গাড়ীর মাজেদ নামীয় এক স্টাফের সাথে তার মুঠোফোনে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা এখন ঠাকুরগায়ে আছি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর বাসিন্দা ড্রাইভার লাল বেপারীর ছেলে বেলাল মর্মে পরিচয় দিয়েছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিহর্বিভাগে রয়েছে।