ঢাকা | বঙ্গাব্দ

নান্দাইলে রানা হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 29-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 246127 জন
নান্দাইলে রানা হত্যা মামলার আসামীদের  গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নের বনাটী গাংগাইল পাড়া গ্রামের নিরীহ যুবক রানা মিয়া (২৫) হত্যার মামলার আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাদীর পরিবার ও এলাকাবাসী।


এছাড়া আসামীর পরিবার কর্তৃক একের পর এক মিথ্যা-ভাংচুর ও লুটপাটের মামলায় হত্যা মামলার বাদীর পরিবারকে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। শুক্রবার (২৮জুন) রাজগাতী ইউনিয়নের বনাটী গাঙ্গাইল পাড়া গ্রামে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রানা হত্যা মামলার বাদী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ মিয়া।


সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হেলিম রাজন বক্তব্য তিনি বলেন- গত ২১ এপ্রিল আমার চাচাতো ভাই রানা মিয়াকে নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনায় ১৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।


রানা খুনের পরে উত্তেজিত এলাকাবাসী আসামীদের বাড়িঘর ভাংচুর করে। আসামী পক্ষ গত ২৮ এপ্রিল ও ২১ জুন আমাদের বিরুদ্ধে ভাংচুরের একই ঘটনা দুটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে দ্রত রানা হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবি করেন। 


এছাড়া আরো বক্তব্য রাখেন শফিকুল ইসলাম ও মামলার বাদী মাসুদ মিয়া,নাজমুল হক, নিহত রানার মা সেলিনা আক্তার, বোন চম্পা আক্তার সহ প্রমুখ। 


পরে বাদীর পরিবার-পরিজন ও এলাকাবাসী রানা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি- ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। বাদী পরিবার হত্যা মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে ভয়ীভীতি ও হুমকি একের পর এক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের মিথ্যা মামলা দিয়ে বাদীর পরিবার ও এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করছে । মানববন্ধনে গ্রামের দুই শতাধিক নারী পুরুষ রানা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। 


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন- রানা হত্যার আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অনেকেই জামিনে আছে। বাড়ি ঘর ভাংচুরের বিষয়ে দুটি মামলা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন