রবিবার(১৭মার্চ) রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল দশটায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এবং কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পা স্তবক অর্পণ করা হয়। কাপতাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা ও কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন এবং কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান সহ বিভিন্ন জনপ্রতিনিধির ও রাজনৈতিক নেতা এবং কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধ নিবেদন করেন।
এছাড়া কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এর নেতৃত্বে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম সহ পুলিশ সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাইয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি সৈয়দা ফারহানা পৃথা ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী এবং কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।