মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযে ইসলামিয়া পক্ষ থেকে দাখিল ও এসএসসি কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অদ্য: ০৭ জুন, ২০২৪, শুক্রবার, সকাল ৯ ঘটিকায় জায়ফরনগর ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান ইমন সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের।
প্রধান মেহমানের বক্তব্য রাখেন, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি, সাইফুল্লাহ বিন নামর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলার সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম. কামরুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক সামাদ পারভেজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা আল-ইসলাহ'র সভাপতি, মাওঃ আব্দুস শহীদ, জুড়ী উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি, মুফতি মাওঃ সাইফুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক কাজী মুফতি মাওঃ ময়নুল ইসলাম, বাহাদুরপুর হাফিজিয়া আলিয়া মাদরাসার সুপার মাওঃ সাইদুল ইসলাম, জায়ফরনগর ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওঃ আব্দুস শুকুর, মাওঃ সাদ্দাম হোসেন, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন মনির, ইউনিয়ন তালামীযের সাবেক দায়িত্বশীল আবু সালেহ, পশ্চিম জুড়ী ইউনিয়ন শাখার সভাপতি মুমিনুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হুছাম উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, জাবের মোহাম্মদ অপি, সহ-প্রচার সম্পাদক হাফিয মামুন আহমদ, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-অফিস সম্পাদক এনাম আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবু রাহাত চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহদী, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক রবিউল ইসলাম, সদস্য আকছুর রহমান রায়েফ, গৌরীপুর আঞ্চলিক শাখার সভাপতি রেদওয়ান আরিফ, শাহাপুর আঞ্চলিক শাখার সভাপতি মামুন খাঁন সাজুল, হাসনাবাদ-বাহাদুরপুর আঞ্চলিক শাখার সভাপতি মারজান আহমদ, সাধারণ সম্পাদক মাফি হাসান, পূর্ব-ভোগতেরা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, শাহাপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, নিশ্চিন্তপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রিফাত আহমদ প্রমুখ।
পরিশেষে অনুষ্ঠানের সম্মানিত অতিথি বৃন্দ আগত সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করে, দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।