জি,এম আবু সাঈদ মিন্টু, খুলনা জেলা প্রতিনিধি:।।
খুলনা জেলার উপকূল অঞ্চল কয়রা উপজেলার সুন্দরবন অঞ্চলের মানুষ বেশিরভাগই সুন্দরবনের আয়ের উপর নির্ভর করে জীবন যাপন করে। সুন্দরবন খুলনা রেঞ্জের আওতায় বানিয়াখালি, কাশিরাবাদ, নুলিয়ান ও কালবগী।
স্টেশনের মাধ্যমে সুন্দরবনের প্রবেশের অনুমতি গ্রহণ করতে হয়। কিন্তু সুন্দরবনের নদী ও খালের মাছের সুরক্ষা ও বন্য প্রাণীর বিচরণ প্রজনন কার্যক্রমের সংরক্ষার জন্য( গত ১ জুন) থেকে ৩১ আগস্ট পর্যন্ত একনাগাড়ে তিন মাসের জন্য সুন্দরবনের নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ সময় পর্যটক প্রবেশ সহ সাধারণ মানুষের সুন্দরবনের খালে মাছ ধরা নিষেধ করা হয়। কিন্তু প্রজনন মৌসুমে কয়রা উপজেলার বন অঞ্চলের বিভিন্ন নদী ও খাল থেকে প্রতিনিয়ত মন মন ও বস্তা বস্তা মাছ ও ডিমওয়ালা মা কাকড়া আহারণ করছে।
এ ব্যাপারে গতকাল থেকে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল কয়রা থানায় একটি মামলা হয়েছে।