ঢাকা | বঙ্গাব্দ

মুক্তি সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি ভোলায় শ্রদ্ধা নিবেদন করলো- বাংলাদেশ ছাত্র ফেডারেশন

  • আপলোড তারিখঃ 10-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 37962 জন
মুক্তি সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি ভোলায় শ্রদ্ধা নিবেদন করলো- বাংলাদেশ ছাত্র ফেডারেশন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে "বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার উদ্যোগে মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সহ ২৪'র গণ-অভ্যুত্থান ভোলার বীর সন্তান শহীদ- জুলফিকার আহম্মেদ শাকিল'সহ সকল বীর শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। অদ্য ১০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টায় ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোলা জেলা শাখার মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক মেহেদী হাসান মাহি, তানজিল হোসেন, কাউছার স্বাধীন, হাবিবুর রহমান মোল্লা প্রমূখ।


এসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকরা সংক্ষিপ্ত বক্তব্য বলেন, 'আমাদের তরুণ সমাজ দীর্ঘদিন একটি বৈষম্যহীন রাষ্ট্র কায়েমে সংগ্রাম করে যাচ্ছে। সম্প্রতি গণঅভ্যুত্থানে আমাদের সহযোদ্ধারা আমাদের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছে। আমরা এখন বিভেদের রাজনীতি পরিহার করে ঐক্যর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যই বৈষম্যহীন রাষ্ট্র কায়েমের প্রথম শর্ত। 


ছাত্র-শ্রমিক-জনতার ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিকাশই হোক আমাদের আগামীর লক্ষ্য। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিনির্মানে সবাই ঐক্যবদ্ধ হোন। 


মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সকল সাবেক, বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন