সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৩-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ জুন।
এবারের সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে নির্বাচন করছেন পাবনা থিয়েটার ৭৭'র সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবুল কাশেম এবং দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী'র আসাদুজ্জামান খোকন,সহ।
সভাপতি-১ পদে এ্যাটিউন ব্যান্ডের মোঃ মাহবুবুল আলম লিটন,সহ সভাপতি-২ পদে শহীদ বুদ্ধিজীবী ডাঃ ফজলে রাব্বি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী,সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক সুমন আলী ও রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত।
যুগ্ম সম্পাদক-১ পদে একক প্রার্থী উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, যুগ্ম সম্পাদক-২ পদে চিকনাই থিয়েটারের সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক পদে স্পষ্ট বাক থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম মঙ্গল,অর্থ সম্পাদক।
পদে পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক পদে ঝংকার শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক এস এম আইয়ুব আলী এবং পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রংবেরঙ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস,দপ্তর ও যোগাযোগ সম্পাদক পদে, যান্ত্রিক নাট্যগোষ্টীর সদস্য বাসুদেব বিশ্বাস।
কার্য্যকরী সদস্য যথাক্রমে বদরুন নাহার, ফজলুল হক খান বাবুল,বিপ্লব ভৌমিক ও মাসুদ রানা নির্বাচন করছেন।
উল্লেখ্য এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক এই তিন টি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে অন্য সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হতে যাচ্ছেন নবনির্বাচিত কমিটির অন্য সম্পাদক গণ।