উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন বিদায়ী প্রধান শিক্ষক ও অবসর জনিত শিক্ষকদের বিদায় ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাংগুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জসিম উদ্দিন তালুকদার।
প্রধান অতিথি ছিলেন ঢাকা পিজি হাসপাতালের সহযোগী অধ্যাপক ওয়াকিল আহমদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশীদ তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক জমিল আহমদ আনসারী।
শিক্ষক আজিজুল ইসলাম'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, মীর গোলাম মোস্তফা বাবুল, মো. জামাল উদ্দিন, খোরশেদ আলম, ফজলুল হক প্রমুখ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।