ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু।

  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 102134 জন
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বুড়িমারী (লালমনিরহাট), ১১ নভেম্বর ২০২৪ (বাসস) : জেলার পাটগ্রাম উপজেলায় আজ রেললাইনের উপর বসে গল্প করার সময় ট্রেনে কাটাপড়ে চারজন ব্যক্তি নিহত হয়েছেন আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে আলাউদ্দিননগর রেলওয়ে স্টেশন সংলগ্ন জায়গায় বুড়িমারী থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হন। 


নিহত ব্যক্তিরা হলেন- মো. আজিজার রহমান (৬০), মো. মকবুল হোসেন (৬২), মো. মোবারক হোসেন (৬৫) ও মো. আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)। নিহত ব্যক্তিরা সবাই পাটগ্রাম উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম। 


পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম ট্রেনে কাটাপড়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ (জিআরপি) নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন