ঢাকা | বঙ্গাব্দ

হারানো বিজ্ঞপ্তি

  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 164199 জন
হারানো বিজ্ঞপ্তি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আমি জুয়েল মিয়া (২৭), পিতা: নবির হোসেন, মাতা: শিরীনা বেগম, জাতীয় পরিচয় পত্র নং: ৪২১৩৯৯২২৪৩, স্থায়ী সাং- গ্রাম- বড়দৈল, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর। (বর্তমান সাং) সাদ্দাম মার্কেট, তুষারধারা আ/এ, গ্রাম- মাতুয়াইল (অংশ), ইউনিয়ন/ওয়ার্ড- মাতুয়াইল (অংশ), থানা-কদমতলী জেলা-ঢাকা মোবাইল নং- ০১৮৩৬-১৮৬২২৫।

এই মর্মে জানাইতেছি যে, গত ১০/০৯/২৪ ইং তারিখ সকাল অনুমান ১০.১৫ ঘটিকার সময় কদমতলী থানাধীন তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকা থেকে আমার কাছে থাকা কুমিল্লা বোর্ডের অধীনে পাথৈর উচ্চ বিদ্যালয়ের (স্কুল-131332) থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এর মূল মার্কশিট হারিয়ে যায় (যাহার এসএসসি পাশের সন- ২০১৪, এসএসসি শিক্ষা বর্ষ: ২০১২-২০১৩, রোল নং- ১৫৮৬১৭, রেজি নং- ১১১১৩৫৭৩০৬, মাকর্শিট ক্রমিক নং- ৭৭৩৮৪৮১, বিভাগ- বিজ্ঞান, অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে কদমতলী থানায় সাধারণ ডায়েরি দায়ের করি, যাহার জি.ডি. নং- ৭৫২, জি.ডি. তারিখ-১২/০/২০২৪ইং।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন