কুলাউড়া উপজেলা তিনটি স্থানে পৃথক দূর্ঘটনায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২ জুন রবিবার সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে চলন্ত মোটর সাইকেলের উপর রাস্তার পাশের গাছ ঘূর্ণিঝড়ে আরোহির উপর উপড়ে পড়ে। এতে মির্জাপুর গ্রামের মানিক মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুল মতিন (৩৬) গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এসময় মোটর বাইকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাচ্ছিলেন তিনি। একই সময় সন্ধ্যায় কুলাউড়া-জুড়ি সড়কের আছুড়িঘাট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহত হন ৫ জন। নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে গাছ থেকে পান তুলতে গিয়ে পাঁ ফসকে নিচে পড়ে রেনু মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেনু মিয়া ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘাতক কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।