ঢাকা | বঙ্গাব্দ

আইজিপি ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন

  • আপলোড তারিখঃ 10-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 103486 জন
আইজিপি ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোল (International Criminal Police Organisation-INTERPOL) এর ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। 


আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। 


এছাড়া এসময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সাথে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর  যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।


আইজিপি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন।


আইজিপি বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ প্রশিক্ষণ কলেজের বিভিন্ন কার্যক্রম এবং প্রযুক্তিগত দিকসমূহ পর্যবেক্ষণ করেন। তিনি ইন্সপেক্টর হানিফ উল্লাহ'র নেতৃত্বে ড্রোন এবং ট্রাফিক বিভাগ পরিদর্শন করেন। 


পরে তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। এ প্যারেডে উপস্থিত ছিলেন চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বার্মিংহামের টালি হো'র ট্রফি স্যুইট রিসেপশন এলাকায় এক চা-চক্রে অংশ নেন আইজিপি। সেখানে ৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয় এবং বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এসময় বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বিভিন্ন নেতৃস্থানীয় কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মহিলা পুলিশের সভাপতি সুপারিনটেনডেন্ট এমা স্পেন্স, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিল, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের অ্যাশ আলমকুইস্ট, প্রধান চ্যাপলিন খাদিজা সুলেমান এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোল সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন