ঢাকা | বঙ্গাব্দ

পাইকগাছায় মৎস্য পোনা আড়ৎদারি স: সমিতির সাথে জামায়াত নেতা আবুল কালাম আজাদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ 11-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 164061 জন
পাইকগাছায়  মৎস্য পোনা আড়ৎদারি স: সমিতির সাথে জামায়াত নেতা আবুল কালাম আজাদের মতবিনিময় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনার পাইকগাছা উপজেলায় মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়েত ইসলামের   নেতা আবুল কালাম আজাদ বলেন  চাঁদাবাজি, জমি ও ঘের দখল সহ লুটপাট ভাংচুর যারা করেছেন তাহারা কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান করেছেন, পাইকগাছা পোনা ও মৎস্য আড়ৎদারি সমবায় ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মাওলানা আলহাজ্ব আবুল কালাম আজাদ। 

আজ মঙ্গলবার সকাল ১১ টায় পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির কার্যলয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি বাবুরাম মন্ডল। ওপরদিকে বেলা ১২ টায় পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোঃ জাকির হোসেন।উভয় সভাতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আলহাজ্ব আবুল কালাম আজাদ। 

এসময়ে বক্তব্য রাখেন, মোর্তোজা আলমগীর রুলু, মোঃ আবুযর গিফারী, তমজিদ আলম, মাওলানা এসএম আমিনুল ইসলাম, এসএম সফিকুল ইসলাম নিযামী, মোঃ আলতাফ হোসেন, জিএম বুলবুল আহমেদ, জিএম আছাদুল হক, বিশিষ্ট পোনা ব্যবসায়ী আঃ জলিল ঢালী, মোঃ সাজ্জাদ সরূার, পোনা সমিতির সাধারণ সম্পাদক আসলাম পারভেজ, গাউস মেম্বার, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিঠু, ইলিয়াস হোসেন,শামিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মান্নান সানা, রিপন কুমার মন্ডল, মোঃ মেছের আলী সানা সহ উভয় সমিতির নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন