ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় যুবককে কুপিয়ে হত্যা এলাকায় পুলিশ মোতায়ন

  • আপলোড তারিখঃ 31-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 267907 জন
নড়াইলের কালিয়ায় যুবককে কুপিয়ে হত্যা এলাকায় পুলিশ মোতায়ন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়ন ও গ্রামে কুপিয়ে হত্যার ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধার পর এ হত্যার ঘটনা ঘটে। নিহত আনিস শেখ (৩৫) উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মুসারেফ শেখের ছেলে।


উপজেলার নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।


পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়,উপলেজার কলাবাড়ীয়া ইউনিয়নের চরকান্দিপাড়া ইটের ভাটা থেকে সন্ধারপর আনিসকে দুবৃত্তরা এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গত পাঁচ বছরে উপজেলার কলাবাড়ীয়া গ্রামে কটাই শেখ,কাযূম সিকদার,তরিকুলসহ অন্তত ১৭জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।


হত্যার বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে । পরিস্থিতির শান্ত আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন