ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচারসহ চার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

  • আপলোড তারিখঃ 15-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 206666 জন
শেখ হাসিনার বিচারসহ চার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।


রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪) আগস্ট বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।



শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় সমাবেশে তারা কেন্দ্র ঘোষিত চার দফা দাবি পেশ করেন। 



শিক্ষার্থীদের বাকি তিন দাবি হলো—  সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।


প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা-মামলা ও হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ এবং নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে প্রশাসন ও বিচার বিভাগে যাঁরা এত দিন বৈষম্যের শিকার হয়েছেন, তাঁদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।



সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই ভাই আমরা কোনো জাতি বিভেদ চাই না আমরা ক্যাম্পাসে শিক্ষার একটি সুন্দর পরিবেশ চাই। 



সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, ২৪ এর পরাজিত শক্তি ১৫ আগস্টকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। কেউ যদি বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।২৪ এ ছাত্রদের রক্তের দাগ যাদের গায়ে লেগে আছে তাদের কোনো রকম কার্যকর করতে দেয়া হবে না।



তিনি আরো বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই আপনারা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। আপনারা ছাত্র-জনতার বিরোধী কোনো কাজ করলে ছাত্র-জনতা এর জবাব আপনাদের দিবে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নি আমরা পরিপূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন