ঢাকা | বঙ্গাব্দ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 08-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 257251 জন
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

অদ্য ৬ জুন ২০২৪ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ এ ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে জিএমপি'তে আইন-শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জিএমপি'তে কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


তিনি ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশা এবং ফিটনেসবিহীন যেকোন যানবাহন চলাচল বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণকে সার্বক্ষণিক মাঠে থেকে ব্যক্তিগত তদারকির মাধ্যমে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করা নিশ্চিতকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন কমিশনার মহোদয়।


ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা-বাড়ি, মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন