ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ 26-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 119775 জন
ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আমাদের অঙ্গিকার, রুখবো মোরা অনাচার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ভোলায়।


শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আনন্দ র‌্যালী এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


কেককাটা ও আনন্দ র‌্যালীর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন, জাবেদ মাহমুদ ফিরোজ, অন্তর হাওলাদার।


সময় নেতারা বলেন,’ গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার বাস্তবায়ন করা পরিষদ। আমাদের প্রিয় জেলা সহ পুরো বাংলাদেশ কে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চায়।


সকল শ্রেণীর মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে। সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা আমরা তৃণমূলে রাজনীতি করি সকল মানুষের জন্য, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।


প্রতিষ্ঠা বার্ষিকীর এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ইসমাইল মাতব্বর, সদস্য সচিব বিল্লাল হোসেন, সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ, সদর উপজেলার সাবেক সদস্য সচিব ফিরোজ আহমেদ, আব্দুল্লাহ বিন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা গণ‌অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মাসুদ চৌধুরী, সদস্য সচিব মোঃ হেলাল শিকদার, লালমোহন উপজেলার সদস্য সচিব মোঃ শাহীন হাজী, লালমোহন পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র অধিকার পরিষদের নেতা আরিয়ান আরমান, আকতার হোসেন, মোঃ ফাহিম সহ প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন