দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২ টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ানের অধিনায়ক কমল ভাগত সিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করেন।
এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের শুন্য রেখার গোল ঘরে বৈঠক অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় একই পথ দিয়ে ভারতে ফেরত যান।
২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষন করেন। এছাড়াও এই পতাকা বৈঠকে দ্বিপাক্ষিক আরো অনেক বিষয়ে আলোচনা হয়।