ঢাকা | বঙ্গাব্দ

দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন পুলিশ সদস্যরা

  • আপলোড তারিখঃ 12-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 210103 জন
দাবি মেনে নেয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন পুলিশ সদস্যরা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। আগামীকাল সোমবার থেকে তারা কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 



কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত-নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছিলেন পুলিশ সদস্যরা। গত ৮ ই আগস্ট পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ আইজিপির সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অফিস কক্ষে সাক্ষাৎ করে ১১ দফা দাবি তুলে ধরেন মাঠ পুলিশ সদস্যরা।  দাবি বাস্তবায়নে কমিটি করে দেন আইজিপি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন