ঢাকা | বঙ্গাব্দ

চিরিরবন্দর উপজেলা নির্বাচনে ৬ নং অমরপুর ইউনিয়নে শান্তির বাজারে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার

  • আপলোড তারিখঃ 10-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 278258 জন
চিরিরবন্দর উপজেলা নির্বাচনে ৬ নং অমরপুর ইউনিয়নে শান্তির বাজারে   মতবিনিময়  সভা করেন চেয়ারম্যান পদপ্রার্থী  মোস্তাফিজুর রহমান ফিজার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুরের  চিরিরবন্দর  উপজেলা নির্বাচনে  গত  বৃহস্পতিবার  রাতে চেয়ারম্যান  পদপ্রার্থী  মোঃ  মোস্তাফিজুর রহমান  ফিজার  চিরিরবন্দর  ৬ নং অমরপুর  ইউনিয়নের  শান্তির  বাজারে মতবিনিময়  সভার  আয়োজন  করে।



এই  মত  বিনিময়  সভায়  অসংখ্য নেতাকর্মীর  উপস্থিতিতে  এবং  হাজারো  সামর্থকের  সামনে  প্রথম  বক্তব্য  রাখছেন চিরিরবন্দর  উপজেলার  সাবেক  সাধারণ সম্পাদক  মোঃ  নজরুল  ইসলাম ।



বক্তব্যকালে  নজরুল  ইসলাম  বলেন চিরির বন্দর উপজেলায় ২ লক্ষ্য ৫৮ হাজার ভোটার  আছে পুরুষ এবং মহিলা  তাদের  মধ্যে  ১ লাখ  ভোটার  আমাদের  সামথন  করে  তাই  তো আমরা  অনেক   নেতা  দেখেছি  ফিজার  ভাইয়ের  মত  নেতা  দেখিনি  তাই  তো  দল -মত  নির্বিশেষে  একটি  করে  ভোট  আমার  ফিজার  ভাইকে  দেবেন। 



এই  আশাবাদ ব্যাপ্ত  রাখি  এবং  অন্যায় ও  নিপীড়ন  থেকে  বাঁচতে  হলে  ফিজার  ভাইয়ের  বিকল্প  নাই  তাই  তো  যোগ্য  প্রার্থী  মোদের ফিজার  ভাই  তার  কোন  তুলনা  নাই,চিরিরবন্দর  উপজেলা  বাসিকে  শুভেচ্ছা  ও অভিনন্দন  জানিয়ে,  একটি  করে  ঘটছে নজরুল  ইসলাম  তার  বক্তব্য  শেষ  করে। 



তাছাড়াও  উপস্থিত  বক্তব্য  রাখেন  আরো  অনেক  নেতাকর্মী  তারাও  বলে  যে  যোগ্য প্রার্থী  একজনই  সেটা  হচ্ছে  চিরিরবন্দর  উপজেলার  ৫  নং  আব্দুলপুর  ইউনিয়নের  আওয়ামী  লীগের  সাবেক  সাধারণ  সম্পাদক  মোঃ  মোস্তাফিজুর  রহমান  ফিজার ।



তাইতো  আনারস  মার্কার  দাবি  নিয়ে  মার্কা হিসেবে,  মোস্তাফিজুর  রহমান  ফিজার বক্তব্য  রাখেন  যে  আমি  ছোটবেলা  থেকে  ছাত্রলীগ  যুবলীগ  এবং  আওয়ামী লীগ  করে  আসতেছি,  কারন। 



 আমি  যখন  ছাত্র ছিলাম  তখন  থেকে  আমার  একটাই  চাওয়া  পাওয়া  ছিল  যে  আমি  মানুষের সেবা  করব  মানুষের  পাশে  থাকবো তাইতো  আমি  নিজে  থেকে  চিরিরবন্দর উপজেলা  নির্বাচনে  চেয়ারম্যান  পদপ্রার্থী হিসেবে ।



দাঁড়াতে  চাইনি  সাবেক  চিরিরবন্দর  উপজেলার  চেয়ারম্যান জনাব মোঃ  তারিকুল  ইসলাম  তারেক  ভাই আমাকে  বলেছেন  যে  যোগ্য  হিসেবে আপনি  আছেন  আমি  থাকবো  আপনার  পাশে  আপনি  চিরিরবন্দর   উপজেলা হয়।  প্রার্থী  হিসেবে  দার  হন। 



তাই  আমি আপনাদের  মাঝে  প্রার্থী  হিসেবে  দার  হয়েছি  তাইতো  আপনাদের  মহামূল্যবান  একটি  করে  ভোট  দিয়ে  আমাকে  জয়যুক্ত করবেন  এই  আশাবাদ  ব্যক্ত  রেখে  নামে  আমার বক্তব্য শেষ করি।



সর্বশেষে একটি কথা বলি  আমি  কারো  কখনো  ক্ষতি  করিনি  আমার  কাছে  অসংখ্য  মানুষ সাহায্য  পেয়েছে  এবং  আমি  সাহায্য দিয়েছি  তাই  আমি  যদি  উপজেলা চেয়ারম্যান  হতে  পারি  তাহলে  এই সাহায্যের  হাত  আরো  অনেক  বাড়িয়ে  দিব  দল  মত  নির্বিশেষে  একটি  করে  ভোট  আপনাদের  যোগ্যপ্রার্থী  হিসেবে আমাকে  দেবেন।



প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন সাবেক  উপজেলা চেয়ারম্যান এবং দ্বাদশ জাতীয়  সংসদ নির্বাচ নের নির্বাচিত প্রার্থী  জনাব   মোঃ  তারিকুল  ইসলাম  তারেক,সাবেক  চেয়ারম্যান  তারিকুল  ইসলাম তারেক  বলেন , আমি  আমি  দ্বাদশ  জাতীয় সংসদে  নির্বাচনে  স্বতন্ত্র  প্রার্থী  হিসেবে দাঁড়াইতে  চাইনি  যেহেতু  আমি  আওয়ামী লীগ  করি। 


আমার  মনোনীত  মার্কা  নৌকা তাই  আমি  নৌকার  বিরুদ্ধে  যাইতে  পারবো  না, তাই  আমি  স্বতন্ত্র  প্রার্থী হিসেবে  দাঁড়াবো  না  কিন্তু  তারা  আমার পাশে  আছে  এবং  বলে  যেহেতু  বাংলাদেশ সরকার  নিজেই  বলেছেন  যেস্বতন্ত্র  প্রার্থী হিসেবে  দ্বারা  যাবে  এতে  কোন  সমস্যা নাই  তাই  আমাকে  জোর  করে  অত্যন্ত  প্রার্থী  হিসেবে  দাঁড়  করিয়ে  দেয়।



দাঁড়  করার  পরে  তারা  আমার  কাছ  থেকে  দূরে যায় এবং নৌকার সামনে গিয়ে দার হয়। আমি  নৌকা  মার্কার  বিরুদ্ধে  যাওয়ায়  আমাকে  কেউ  দেখতে  পারে  না  তাই  আর আমি  উপজেলা  নির্বাচন  করব  না  আমার মনোনীত  প্রার্থী  হিসেবে  আমি  একজন  যোগ্য  প্রার্থী দিয়েছি আপনারা সবাই  তাকেই নির্বাচন করে আপনাদের যোগ্যতার প্রমাণ দিবেন।



তাই  আমার  মনোনীত  প্রার্থী  হলেন  ৫  নং  আব্দুলপুর  ইউনিয়নের সাবেক  সাধারণ  সম্পাদক  এবং  ছোট্টবেলা  থেকে  যিনি  রাজনীতিতে  জড়িত  সে  হচ্ছেন   মোঃ  মোস্তাফিজুর রহমান ফিজার । 



তাই  আপনাদের মহামূল্যবান  ভোট  দিয়ে  ফিজার  কে এগিয়ে  দিবেন  কে  বলে  আমি  আমার সংক্ষিপ্ত  বক্তব্য  শেষ  শেষ  করি, কিন্তু শেষে  একটি  কথা  বলেই  যে  আমি নৌকার  সঙ্গে  ছিলাম ।



নৌকার  সঙ্গে  আছি এবং  মৃত্যুর  আগ  পর্যন্ত  আমি  নৌকার  হয়ে  থাকবো।  আওয়ামী  লীগ  আমার  নেশা  আওয়ামী  লীগ  আমার  পেশা। আওয়ামী  লীগ  করে  থাকতে  চাই,  সারা জীবন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন