ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 14-06-2023 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299500 জন
ভোলায় পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ভোলায় পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
LaraTemplate

ভোলায় জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা সদর থানা ক্রীড়া কমপ্লেক্সে জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


জেলা পুলিশ এর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাওয়ার মাস্টার্স (চরফ্যাশন সার্কেল) এর বিপরীতে সাউদার্ন পাইরেটস (সদর সার্কেল) চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে বিজয়ী দলের খেলোয়াড় কনস্টেবল কাওসার নির্বাচিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।


এ ছাড়াও তিনি ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির, অফিসার ইনচার্জ, দৌলতখান থানা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন