অনলাইন নিউজ পোর্টাল দৈনিক খবর পদ্মাসেতু'র বার্তা সম্পাদক এস এম মনি সরকার আমবিলিক্যাল হার্ণিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার (২৪শে মে ২০২৪) রাতে পাবনাস্থ কমিউনিটি ক্লিনিকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জন ডাঃ গৌতম কুমার এর তত্বাবধানে অস্ত্র পাচার সফল ভাবে সম্পন্ন হয়।
এখন তিনি শংকা মুক্ত। এস এম মনি সরকার-কে কয়েকদিন কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে।
তার প্রতি দ্রত সুস্থতা কামনা সকলের কাছে দৈনিক খবর পদ্মাসেতুর পক্ষ থেকে দোওয়া কামনা করছি যাতে তিনি অতি সত্তর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে গন মাধ্যমের কাজে মনোনিবেশ করতে পারেন। এস এম মনি সরকার অনলাইন পোর্টাল দৈনিক খবর পদ্মাসেতুর বার্তা সম্পাদক ও মাটির মা ফাউন্ডেশনের পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক।
এস এম মনি সরকারের দ্রুত শেফা কামনা করে সকলের কাছে দোওয়া চেয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলার বিশিষ্ট কবি-সাংবাদিক গবেষক ও পরিবেশ মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ।