ঢাকা | বঙ্গাব্দ

আল্লাহ তুমি দয়া কর

  • আপলোড তারিখঃ 22-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19522 জন
আল্লাহ তুমি দয়া কর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আল্লাহ তুমি দয়া কর 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ২২/০১/২০২৫ খ্রিঃ


আল্লাহ তুমি দয়া কর 

তুমি দয়া বান,

তোমার দয়া বিনে আল্লাহ 

নাই কোন আছান।

সুখ দুঃখ আল্লাহ তোমার 

হাতে বৃদ্ধ মান,

দুনিয়াতে রেখ আল্লাহ সবার 

ইজ্জত আর সম্মান।

তোমার পথে চলার জন্য 

হেদায়েত আমি চাই,

যেন কবর হাসর মিজানে আল্লাহ 

তোমার দয়া পাই।

হাসর দিনে আল্লাহ মোদের 

জান্নাতে দিও ঠাই,

মিনতি করে বিনয়ের সাথে 

সদা আমি চাই।

অধম কালাম কাব্যিক মনে 

কাব্য রচে চলি,

শান্তি সুখে রেখ আল্লাহ 

তোমায় বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন