ঢাকা | বঙ্গাব্দ

নবম ব্যাচের নবীনদের বরণ করে নিল ইবির মার্কেটিং বিভাগ

  • আপলোড তারিখঃ 03-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 108486 জন
নবম ব্যাচের নবীনদের বরণ করে নিল ইবির মার্কেটিং বিভাগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের নবম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় ব্যবসায় অনুষদের ১০৮ নং কক্ষে বর্ণাঢ্য  অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এ অনুষ্ঠানে মূখ্য ভূমিকা পালন করেন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।


বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো: সাদিকুল আজাদ'এর  সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগটির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহ্ আলম কবির প্রামাণিক, সহকারী অধ্যাপক মো: মাজেদুল হক, লেকচারার মো: রুহুল আমিন ও মো: আলাল উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগটির বিভিন্ন বর্ষের কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগটির চতুর্থ ব্যাচের শিক্ষার্থী তাজুল ইসলাম এবং পূজা বিশ্বাস এবং  কালচারাল শেসন পরিচালনা করেন একই ব্যাচের  পাপন এবং ইভা অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় পর্যারক্রমে নতুনদের উদ্দেশ্য দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো:নিশাত সরকার নিরব এবং জিহাদ হাসান পাপন।


পরবর্তীতে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় কালচারাল প্রোগ্রামে নিজের লেখা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন শফিকুল আজম ভূঁইয়া।


নবীনদের উদ্দেশ্য সাবেক চেয়ারম্যান শাহ আলম কবির প্রামাণিক বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ হতেই বন্ধু মহল নির্বাচনে সতর্ক হতে হবে, কারণ একজন ভালো বন্ধু আপনাদের অনুপ্রেরণা যোগাবে সেইসাথে সাকসেসফুল হবার পথেও ইনফ্লুয়েন্স করবে অন্যথায় বন্ধু নির্বাচনে ভুল সীদ্ধান্ত আপনার ক্যারিয়ারে বাধা সৃষ্টির কারণ হতে পারে। এবং প্রথম বর্ষ হতেই পড়ালেখায় মনযোগী হতে হবে, এই ভেবে বসে থাকবেন না যে  পরবর্তী বর্ষে বা শেষ বর্ষে পুষিয়ে নিব তা কখনোই হবেনা।


জনাব মাজেদুল হক স্যার বলেছেন - আপনাদের সকলকে অভিনন্দন এবং সেইসাথে জানাতে চাই আপনি সঠিক জায়গাতেই আছেন এ বিষয়ে কোন সন্দেহ নেই যে বর্তমানে বড় বড় কোম্পানি দেশীয় বা মাল্টিন্যাসনাল সকল জায়গায় মার্কেটিং এর রাজত্ব সুতরাং মনে কোন সন্দেহ রাখার অবকাশ নেই। আপনি অবশ্যই সঠিক ডিপার্টমেন্টে আছেন আপনাদের যেকোনো সমস্যায় সর্বদা আমাদের পাশে পাবেন।


সমাপনী বক্তব্যে সভাপতি সহকারী অধ্যাপক মো: সাদিকুল আজাদ স্যার বলেছেন - প্রথম বর্ষ হতেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনি মার্কেটিং বিভাগে পড়েন এবং আপনি ভবিষ্যত এক্সিকিউটিভ সুতরাং আপনার আচার-আচরণ, চলাফেরা এবং কমিউনিকেশনে যেন প্রকাশ পায় আপনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সেই সাথে আপনাদের জানাতে চাই যে আপনাদের ফাইলে রুটিন দেওয়া হয়েছে আগামীকাল হতে ক্লাস শুরু হয়।


প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে ক্লাস শুরু হয়েছে এদিন বিভিন্ন বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন