ইফতেখার রাফসান , এক নামে দেশে তরুণ সমাজ যাকে চিনে রাফসান দা ছোট ভাই, নানা রকম কন্টেন্টের মাধ্যমে মানুষকে বিনোদন দেন তিনি, পাশাপাশি মানুষের সহযোগিতা করেন তিনি।
সম্প্রতি কিছুদিন ধরে বিতর্কের সৃষ্টি হয়েছে রাফসান ধীরে,শোনা যায়, সোয়া 3 কোটি টাকা ঋণ পরিশোধ না করার তার রাফসানের ফ্যামিলির উপর অভিযোগ এসেছে। নানা সামাজিক গণমাধ্যমের জানা গেছে এই ঘটনা, গণমাধ্যমে জানা যায়।
এত টাকা ঋণ থাকার পরেও রাফসান তার বাবা মাকে গিফট করছে দামি গাড়ি, লাখ টাকার গহনা,তবে প্রশ্ন হচ্ছে এত টাকা থাকার পরেও কেন ঋণ পরিশোধ করছেন না তার ফ্যামিলি, রাফসান তার ভেরিফাই ফেসবুক পেজে বলেন।
এসব নিয়ে না ভাবতে, সে বলেন যখন আমাদের বিজনেস লস এর দিকে যায় তখন আমি আমার ভাই ফ্যামিলির পাশে ছিলাম,আর এখনো থাকবো আরো বলেন ব্যাংক আমাদেরকে এখন পর্যন্ত সঠিক অ্যামাউন্ট বলেনি এ কারণে আমরা ঋণ পরিশোধ করতে পারছি না।