ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফরহাদ

  • আপলোড তারিখঃ 02-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 280991 জন
পাঁচ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফরহাদ ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate

ভোলায় মাদ্রাসা ছাত্র ফরহাদ হোসেন মামুন (১০) গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৭ এপ্রিল থেকে অদ্যবধি সে নিখোঁজ রয়েছে। 


আত্মীয়স্বজনসহ বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি কওের ফরহাদকে পাওয়া যায়নি। ফরহাদ সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাবুল কাশের এর ছেলে। ফরহাদের নিখোঁজ হওয়ায় পরিবার চরম দুশ্চিতায় পড়েছে।


পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মোঃ আবুল কাশের ছেলে ফরহাদ হোসেন মামুন গত শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। বিকালে মাদ্রাসা থেকে জানায় ফরহাদ মাদ্রাসায় যায়নি। এই খবর শুনে ফরহাদের পরিবারের মধ্যে চরম উৎকন্ঠা ও হতাশা নেমে আসে। তারা ফরহাদের সন্ধ্যানে আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীসহ বিভিন্ন যায়গায় খোঁজ খবর নিতে শুরু করেন। কিন্তু গত ৫ দিনে কোথায়ও ফরহাদের সন্ধ্যান না পেয়ে ফরহাদের পরিবার চরম দুশ্চিতায় পড়ে যায়।


কোন হৃদয়বান ব্যক্তি যদি ফরহাদের সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে ০১৭১৪৮৮৮১০০, ০১৯১৪৮৮৮৮৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে নিখোঁজ ফরহাদের পরিবার।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন